ঝুলছে উপর পলাশ গাছে
ঠকটকে ফুল লাল,
তাই ফুটেছে সাজ এনেছে
কৃষ্ণচূড়ার ডাল।


ফুলের রেণু থেকে মধু
মন করেছে টাচ,
ওদিক থেকে চলছে দেখো
মৌমাছিদের নাচ।


কী মায়াবী ক্ষণ এসেছে
কণ্ঠে পাখির বোল,
মৃদু বাতাস বইছে ধীরে
দখিন ঘেষে কোল।


ফড়িঙছানা লাফায় দেখো
উঠলো দুলে ঘাস,
ভালবাসার পরশ পেতে
এলো ফাগুন মাস।


ফুলের ভারে মন আনন্দে
উঠলো জেগে দেশ,
গাছ-গাছালী গজায় পাতা
মধুর পরিবেশ।