ভোর না হতেই চাষী হাঁটে ব্যস্ত মাঠের পানে
এবার নাকি মাঠ ভরেছে সোনার ধানে ধানে।
সকাল থেকে কিষানিরা ব্যস্ত হয়ে পড়ে
গন্ধে চতুর্দিকে যেন ম-ম-ম করে।
শীষের ডগা ধানের ভারে হাসছে তা খিলখিল
কাঁচা সোনায় বিলের আকাশ সেজে আছে নীল।
এসব দেখে চাষীর হাসি মন ছুঁয়েছে মন
হেমন্ত তাই ছুঁয়ে দিলো সুখের শিহরণ!


সবুজ আমার দেশের মাটি চাষীর হাতে হাসে
তখন দেশের অগ্রগতি হঠাৎ চলে আসে।
চিক চিকচিক সোনার হাসি দুলে ওঠে শীষে
এমনি করে হাসলে হাসি দুঃখ তবে কিসে?