সাদাসাদা মেঘভেলা শুধু জলহীন,
সাগরের বুঝি এটা ছোট ডলফিন।
প্রকৃতিটা দাঁত মেলে হাসে খিলখিল,
শাপলারা সাড়া তোলে থমকানো বিল।


মলাঢেলা ছোট মাছ নদী ভরোভর,
লাফালাফি করে কম পানিটার পর।
চাঁদা পুটি দেখা যায় পানি চকচক,
বড় ঠোঁটে তুলে খায় সাদাসাদা বক।


দিন-রাতে সৌরভে ফোটে  বেলী ফুল,
কত ফুল কত রঙে ফোটে তুলতুল।
শিশিরের জল ধরে লতা-পাতা-ঘাস,
শিষ তুলে জাগে ওই তীরে ফোটা কাশ।


গাছে গাছে জাগে আহ্ কী যে কারুকাজ!
জলপেড়ে শাড়ী যেন প্রকৃতির সাজ।
ঝিরিঝিরি বায়ু বয় কষ্টেরা চুপ,
এসে গেলো রূপময় শরতের রূপ।