বাবা তুমি কেনো আসো
অনেক রাতে বাড়ি
আর কোনোদিন করলে এমন
তোমার সাথে আড়ি!


সকালবেলা কোথায় থাকো
দুপুরবেলা কোথায়
বিকালবেলা খুঁজি তোমায়
সন্ধ্যাবেলা-ও তাই!


লোকের বাবা বাজার থেকে
আনেন কত খাবার
সারাদিনে ঘোরেন তাদের
সাথে নিয়ে আবার।


তুমি আসো গভীর হলে
রাত্রি যখন কালো,
এমন ভাবে আসলে বাবা
লাগে বলো ভালো!


তোমায় ছাড়া বাবা আমার
একা একা লাগে
আজকে থেকে বলে দিলাম-
এসো সবার আগে।