ইচ্ছে করে আঁকতে খাতা যাই হয়ে ওই তুলি
পথগুলো যাই ভুলি
বাস্তবই হোক অযাচিত ধূসর স্বপ্নগুলি।


ইচ্ছে করে পড়া শিখাই বেতছাড়া সব পাঠে
ঘুরব না আর মাঠে
শিক্ষাগুরু হই অতঃপর কলম বানাই কাঠে।


ইচ্ছে করে স্বদেশটাকে ফুল-ফসলে সাজাই
বাদ্যছাড়া বাজাই
যখন-তখন ভুলের পথে আর কখনো না যাই।


ইচ্ছে করে দুখীর পাশে সময় নিয়ে দাড়াই
সব অজুহাত ছাড়াই
অসততা মিথ্যাচারী দু'পায় দলে মাড়াই।