ইচ্ছে করে ময়ূর ডানায়
হরেক রঙে সাজি,
ঝলকে উঠি পেখম পরে
বৃত্তাকারে আজই।


ধানের মাঠের ইঁদুর হয়ে
কিংবা মায়ের সিঁদুর হয়ে
কপাল জুড়ে রাঙি,
বিদ্ঘুটে সব মিথ্যাগুলো
সত্য দিয়ে ভাঙি।


আমার মনে ইচ্ছেগুলো
মাথার ভেতর ঘোরে,
বাস্তবে তা উঠতে মেতে
আঘাত হানে জোরে।