এই যে বানর, যাবে কোথায়
টনটনে যে শীত,
এসো থাকি কাঁথার নিচে
একটু হয়ে চিৎ।


আমার মাথা গাছের গুড়ি
তুলতে উকুন হামাগুড়ি
দিয়ে ওঠায় কাক,
হরিণ এসব বলে তখন-
বানরকে দেয় ডাক।


বানর গাছে আবার নিচে
ওঠে দেখি দাঁতটা খিঁচে
বুকে শীতের কাপ,
কোথায় গেলে একটুখানি
পাবে গরম ভাঁপ!


এই যে তারা বনের প্রাণী
তাদের আছে মন,
এমনি দেহে শীতটা কাটে
সারাটি জীবন!