এইযে স্বদেশ সোনায় গড়া
নদীর দু'ধার তীর,
কাশের বাগান ফুলের শোভা
মিলটা সুনিবিড়।


বৃষ্টিধোয়া প্রকৃতি আর
সৃষ্টি যত বন,
স্বচ্ছ নিখাদ সুখ করেছে
মধুর আয়োজন।


এইযে স্বদেশ ছবির মত
নদীর চলা নাও,
পাখির গানে মুখরিত
যেদিকপানে চাও।


বৃক্ষপাতার ফাঁকেফাঁকে
সবুজের আঁচল,
ওপর থেকে সূর্যরোদের
ছায়া ফেলে গোল।


এইযে স্বদেশ মায়ের মত
আকাশকোণে নীল,
যেথায় খুশি মাটির পরে
ঘুমোতে চায় দীল।