চাঁদ গেলো আকাশের সীমানায় দেখা
কী দারুণ মোহময় আলোকিত রেখা!
আলোকিত রেখা যায় বাতাসের গায়ে
ছুঁয়ে যায় শান্তিরা- ডান থেকে বাঁয়ে।


চারিদিকে রটে যায় ঢেউ দুলে দুলে
কার আগমণ বলে, মৌমাছি ফুলে!
মজলুম নিপিড়ীত উবে সেই ক্ষণে
অমানিশা সরে যায় তাঁর আগমণে!


চারিদিকে চকচকে এত আলো! কেন-
পূর্ণতা পেলো এই ধরণীটা যেন।
নূর এলো দূর থেকে পথ হলো আলো
সেই নূরে পথগুলো দেখা গেলো ভালো।


সেই পথে চললেই জান্নাত হবে
আমি, তুমি চিরদিন শান্তিতে রবে।
কূল মাখলুক সব যপি সেই নামে
জীবনের গতি যেন এই নামে থামে।