টাকার গায়ে একটা ছবি চশমাপরা থাকে,
এই ছবিটা কার- তা, শুধায়- ছোট্ট খোকা মা কে!
মুচকি হাসি ঠোঁটে তাহার টাকার গায়ে মানায়,
কে বলো গো! আম্মু আমায়, মনের কথা জানায়-


ছবির মানুষ, টাকার মানুষ, মনের মানুষ কিবা
দেখতে লাগে এই ছবিটা টিভির নায়ক শিবা।
এক পলকে চেয়ে তিনি আছেন শুধু টাকায়,
কী মনোরম দেখতে সেটা এই ছবিটা থাকায়।


মাগো বলো- এই ছবিটা কোথায় পেলো, টাকা!
মুখজুড়ে তাঁর জ্বল জ্বলে এক আদর সোহাগ মাখা!
গায়ে তাঁহার পোশাকখানা কেমন পরিপাটি,
এই ছবিটা হাঁটলে যেন খুশি হবে মাটি।


এসব শুনে মায়ের মুখটা গর্বে ফুলে ওঠে,
এই ছবিটা হাসলে বিলের শাপলাগুলো ফোটে।
এই ছবিটা বাংলাদেশের বাংলা মায়ের ছেলে,
এই বাঙালীর জন্য রক্ত দিয়েছিলেন ঢেলে।


এই ছবিটা শেখ মুজিবুর মনের ভিতর আঁকা
তাই ওঁ ছবি রাখতে স্মরণ টাকায় টাকায় থাকা।