গর্তে গর্তে পানির মশক থপাত থপাত কাঁদা,
এই ভোগান্তির শেষ যে কবে বলুন দেখি দাদা।
তার ওপরে রাখাল ছোটে পিছেই গরুর গাদা,
এই ভোগান্তির শেষ যে কবে বলুন দেখি দাদা!
সবুজ ধানে ফলন ভালো কত ফসল হবে,
রাস্তার এমন দৈন্যদশা দেখবো ভালো কবে!
ফুল হলে ঠিক ফলবে কেমন ফুলে ফুলে সাদা,
এই ভোগান্তির শেষ যে কবে বলুন দেখি দাদা!
মাঝে মাঝে গর্ত কাঁদায় হয়ে গেছে ঝাটু,
হাটতে গেলে কেমন করে ভরছে কাঁদায় হাটু।
গাঁয়ের মানুষ নিত্য চলে যায় যে আহা হেঁটে,
সরলমনা মানুষ মরে যাচ্ছে কেমন খেঁটে।
বাজার-সদাই না থাকিলে কেমনে যাবে রাধা,
এই ভোগান্তির শেষ যে কবে কেমন করে দাদা!