এইখানে ছিলো গাঁ বনে ছিলো পাখি,
দূরে সীমানায় নীলমেঘ উঠতো রে ডাকি।
উঠতো রে কচিমন উঠতো রে নেচে,
খুঁজে ফিরি সেই-ই দিন শৈশব সেঁচে।


এইখানে ছিলো মাঠ তরুবন ঘেষে,
হাসি-মজা-গানে তা উঠতোরে হেসে।
ছিলো সুখ পাখিদেরই ফুলফল বনে,
খেলা হতো সেইখানে বরকনে কনে।


এইখানে ছিলো ঢেউ ফুরফুরে নদী,
পালতুলে নাও চলে আজ নিরবধি।
তবু নেই দৃষ্টিটা নদীতীর ঘেষা,
স্মৃতি নিতে আজ হলো এইখানে মেশা।