এই ক্লাসে এবার আমি তিনটি বছর ধরে,
পরীক্ষা দিই আটকে গেলো ভুলোমনের চরে।
বোঁঝার পরে বোঁঝা পিঠে বইয়ের ভীষণ গাঁদি,
বইতে বইতে জীবন গেলো বলছে,বুড়ো দাদী।
এবার নাকি,খ্যাপা! বাবা করলে আবার ফেল,
মারতে মারতে করবে বাহির গায়ের যত তেল।
পড়ছি ভালো, স্কুলে যাই, নিয়মিতই বটে,
তবু কেন ফেলের বাড়ি আমার দিকেই ঘটে!
প্রশ্নে যখন উত্তরে চায় একটা বিশাল খাতা,
আমার মতো গুলিয়ে আঁকি হাতি ঘোড়ার মাথা।
প্রশ্নে আসে বর্ণমালা,শব্দমালার খেলা,
আমিতো ভাই সেই সময়ে গাঁথি গানের মেলা।
স্কুলে কি পড়তে হবে বইয়ের পাতা ধরে,
আবার বাবা না পড়লে তাই কেমন যেন করে।
মাথায় আমার কত্ত রকম প্রশ্ন মারে উকি,
মনটা কেবল চায় এখনি স্যারের মাথায় ঢুকি।
যখন তখন বাবার হাতের লাঠি আমায় ভোগায়,
মার খেতে হয় রেজাল্ট যেদিন শক্তি যেন যোগায়।
দিয়েছি, এবার পরীক্ষাটা, দোয়া সবাই করো,
যেই দোয়াতে পাশ করে আজ হতে পারি বড়।