ফেব্রুয়ারীর দিন
তোমার গায়ের কাপড় আমার গায়েতে বিলীন।


তোমার প্রতি আমার আছে গুরুত্ব অতুল
তাইতো তোমার গলায় দিলাম হাজার গাদা ফুল।
তুমি আমার আদরমাখা মা-বোনের আঁচল,
তোমার নামে পাখির ঠোঁটে ওঠে কত বোল।
লক্ষ স্বরের শব্দ আমার শীতল করে কান
ফেব্রুয়ারী তোমার প্রতি তাইতো এত টান।
তোমার মাসে মেঘমালারা পাল্টে হলো চাঁদ
রক্ত ড়িয়ে উড়িয়ে দিলে ভীনদেশীদের ফাঁদ।


ফেব্রুয়ারী তোমার সাথে সখ্য হলো তাই
তোমার জন্য সঁপে দিলো কত্ত শহীদ ভাই।
তোমার আছে বাংলাভাষা অন্যখানে নেই
সবাই তোমায় ভালোবাসে জীবন দিয়ে এই।


ফেব্রুয়ারীর মাস
তোমায় পেয়ে ধন্য হলো আমার প্রতি শ্বাস।