ঠোঁট দুটি তার মিষ্টি গোলাপ
পাপড়ী খুলে থাকে,
মিষ্টি হাসির ঝলক ওঠে
ফোঁকলা দাঁতের ফাঁকে।


হাসলে কেমন মধুর লাগে
দেখতে লাগে বেশ,
জীবনজুড়ে ফেলে ছায়া-
থাকে তারই রেশ।


ফোকলা মুখের একলা হাসি
যখন-তখন ফোটে,
সেই হাসিতে হাজার রকম
জীবন জেগে ওঠে।