ইয়া বড় ঢোল হয়েছে
ব্যথায় মরি ঝিম,
উঁচু ফোঁড়ার আঁকার এমন
পিঠের কুঁজে ডিম।


রক্ত স্রোত যায়রে ভেসে
বেরোয় দহন আগুন শেষে,
মাছিতে ভনভন,
ব্যথায় পিঠে বেশী ওজন
হয়তো হবে বাইশটা টন
আপনি বুঝে কন?


হাটতে গেলে সরে না তো
একটু ও এই পা,
দেয়াল,বেঁড়া যেটাই বলেন-
ফোঁড়ায় লাগে ঘা।


কি যে করি বলুন বস্
স্রোতে বেরোয় ফোঁড়ার রস!
তাতেই জীবন আমার যেন
হুমড়ি খেয়ে লাগছে ধ্বস।


টনটনে ওই ফোঁড়ার পিঠ
অবশ হয়ে গেল মন,
এমন জ্বালা সইয়ে বাঁচি
বলুন আমি- কতক্ষণ ?