ফড়িং শোনায় ফড়িঙছানার
অতীতদিনের গল্প,
শোন- বাচ্চারা, বলছি তোদের
আজকে না হয় অল্প।


এ বিল জুড়ে ঘাস ছিলো
বিলের ধারে কাশ ছিলো
নদীর জলে হাঁস ছিলো
আমার বাড়ি দাস ছিলো
সুখের চলা মাস ছিলো
এখন সেসব নেই,
আধার এখন আটকে আছে
দিনের শুরুতেই।


আকাশ কেমন নীল ছিলো
ডানা মেলা চিল ছিলো
ধানের সবুজ বিল ছিলো
সুখ জড়ানো দীল ছিলো
ভাইয়ে ভাইয়ে মিল ছিলো
লাগতো কেমন বেশ,
সেই সে সুখের দিন যে হঠাৎ
কেমনে হলো শেষ!

এখন হেলেদুলে ঘুরি
শুকনো মরা ঘাসের ডগা
পেটের ভিতর পুরি।
সেসব কথা থাক-
পড়লে মনে অতীত স্মৃতি
বুক করে খাঁকখাঁক!