বাগান জুড়ে বেশ ফুটেছে
হরেক রকম ফুল,
মন টেনেছে খোকা-খুকুর
আনন্দে মশগুল।


দুলছে জবা টকটকে লাল
লম্বা টানা শিষ,
বাঁধলো খোঁপা খুকুর চুলে
মন করে টিসটিস।


উড়ছে মৌয়ের মধুর পোকা
একশো-দুশো দশ,
ফুল মধুতে ভরাট রেণুই
রস টসাটস টস।


ফুলের মত হাসছে খুকু
পাপড়ী মেলা ফুল,
এই হাসিটা ঝুলছে আমার
কান লতিকার দুল।