চোখ মনোহর নানান রঙে জাগে
ফুল ফুটেছে বোঁটায় বোঁটায় তাজা,
দেখলে হঠাৎ চমকানো তা লাগে
তাইতো এমন ফুলের রঙে সাজা।


ফুলকে আমি কত ভালবাসি
যায়না আহা কোথাও সেটা মাপা,
দেখলে সে ফুল কষ্ট ভুলে হাসি
বেলী,কদম,রক্তজবা, চাঁপা-


ফুলকে দেখে ছন্দ আনে কবি
প্রেমের টানে প্রেমিক ছোটে বনে,
ফুলতো সে এক বাস্তবতার ছবি
সবসময়ে শান্তি আনে মনে।


ফুলতো ফোটে টকটকে লাল ভোরে
আঙিনা-বন-নদীর কূলে কূলে ,
চোখ সেখানে কেমন করে ঘোরে
নতুন নতুন জীবন জাগায় ফুলে।