ছড়ানো এই আঁচলখানি সবুজ শ্যামল শোভা,
যতই দেখি দু'চোখ আমার হয় যে মনোলোভা!
সবুজ ডগা তুলতুলে খুব বাতাস পেয়ে দোলে,
তার উপরে ফুলের নরম পাপড়ীগুলো ঝোলে।


পাতায় পাতায় স্বপ্নগাথা গাছের মাথায় হাসে,
না চাইলেও থাকে পাতা সব মানুষের পাশে।
গাছ আমাদের উপকারী;জীবনখানা বাঁচায়,
শীত-বর্ষা ঋতু আসে জীবন যখন যা চায়।


নিশ্বাসে নেই অক্সিজেন এই পাতার দেহ জ্বেলে,
কেন মানুষ যত্ন ছাড়াই রাখে তারে ফেলে!
কিন্তু মানুষ গাছগুলোকে নির্বিচারে কাটে,
তখন গাছের কষ্টগুলো নীরব হয়ে ফাটে।


টাপুরটুপুর দুঃখগুলো কাঁদে অবিরত,
গাছ মনে হয়  অন্ধকারে অশ্রু ঝরায় কত।
গাছ কেটে ওই মানুষগুলো কী মজাটাই করে!
ঠকর ঠকর কুঠার তাহার বিজলী হয়ে ঝরে!


গাছ পৃথিবীর পরম বন্ধু কেউ সেটা কি জানো?
তবে কেনো গাছের পাতা তোমরা ধরে টানো!
বলতে কি কেউ পারো;গাছের নীরবতার মানে?
গাছের কাঁদন যে দেখেছে সেই তো কেবল জানে।


গাছ পৃথিবীর উষ্ণতাকে সতেজ করে রাখে,
এই কথাটি আচ্ছা সবাই বুঝাই বলো কাকে?