গাঁধার মাথায় বুদ্ধি এলো
কোথায় সেটা রাখে,
খবর গেলো বন-বনানী
গাছের শাখে শাখে।


খবর পেলো শেয়াল মশায়
পড়ে গেছে সাড়া,
ব্যাপারখানা নিয়ে কেবল
মেতে আছে পাড়া।


খবর পেলো সাপ ও নেউল
খবর পেলো চিতা,
বানরগুলো দেখছে গাধার
বুদ্ধি মাপার ফিতা।


মালিক দিতে আর কোনদিন
পারবে না তার বাঁধা,
লম্বা তালের গাছের পিছে
আড়াল নিবে গাঁধা।


কিন্তু মালিক চেয়ে দেখে
তালের গাছের নীচে,
একটা পাকা তাল দিয়েছে
গাঁধার মাথা ছিঁচে।