দৃষ্টি দিলে যায় সূদুরে নয়নাভিরাম
আকাশ ঠেলে দেয় পাঠিয়ে হলুদ রোদের খাম।
রোজ সকালে চিকচিকিয়ে জাগে আমার গাঁ
ভোরের শিশির আলতো করে দেয় ধুয়ে এ পা।
ঘরের পাশে ছোট্ট নদী কুলুকুলু বয়
জীবন্ত এই পরশ আমার সব করেছে জয়।


সন্ধ্যা আসে গাছের বনে ধোঁয়া  ধোঁয়া সব
ডালে ডালে কিচিরমিচির করে কলরব।
রাত সাজানো জোনাক ভিড়ে থাকতে আমার সাধ,
একটু পরে জোছনা নিয়ে মুচকি হাসে চাঁদ।
দুচোখ মেলে দেখে এসব ঘুমের দেশে যাই
মোরগ ডাকা খুব বিহানে উষার দেখা পাই।


সবুজ শ্যামল চারদিকে এই ঝকমকানো রূপ,
নিত্য গাঁয়ের এমন ছবি টানে আমার খুব।