কড়কড়ে রোদে ঘোরা
একবারে মানা,
মেঘডেকে দিতে পারে
বাজ এসে হানা।


ঘেউ ডাকা কুকুরেরই
জিভ ঝুলে লালা,
তারই জলাতঙ্কে
মন ঝালাপালা।


নদী তীরে মাছধরে
যাই যদি পূবে,
সবদিকে যেতে মানা
যাই যদি ডুবে।


রাস্তাতে একা চলে
যাবো,তাও-জ্বি না,
ছেলেধরা দাড়িয়ে
থাকছে যে কিনা!


এই আমি ছোট খোকা
কেউ জানো নাকি,
ছোটাছুটি ভালো নয়
তাই ঘরে থাকি।