জাগতে পারে মনের শিশু ভাঙতে পারে নীতি
ঘুম ভাঙানি ইচ্ছেটাকে তাড়িয়ে বেড়ায় ভীতি।
আদর্শ এক কাঠের বাগান ফুলের বাগান ভেবে
যেই নেমেছি গন্ধ নিতে তলিয়ে গেলো দেবে।
ফুলকুঁড়িতে পরাগরেণু মৌমাছি নেয় সুধা
ছিঁচকাদুনে ইচ্ছেগুলো বাড়ায় মনের ক্ষুধা।


জাগতে পারে মলিন আকাশ উঠতে পারে রবি
উড়াল দিয়ে আসতে পারে মেঘমুলুকের ছবি।
বৃষ্টি ধোয়ায় উঠতে পারে নীলচে সাদা পরি
কাচের মতো প্রকৃতিটা ইচ্ছে করে ধরি।