ভেসে আসে কানে কানে আজানের সুর
গলে গলে ঝরে যেন আকাশের নূর।
পলে পলে দলে দলে যায় বহুদুর।


কাজে কাজে বেলা বাড়ে বেড়ে যায় দিন
দেহখানি দুলে দুলে হয়ে যায় ক্ষীণ।
সতেজতা দিতে গিয়ে হয় ভরপুর।।
ভেসে আসে কানে কানে আজানের সুর।।


গাছে গাছে পাখি ডাকে মায়াময় ডাক
ফুলেফুলে দুলে দুলে ওড়ে ঝাকঝাক।।


আলো আনে মনে বনে সকালের ভোর
কি যে ধ্বনি বুকে বেজে কেটে যায় ঘোর।।
পৃথিবীতে সেরা এই ডাক সুমধুর।
ভেসে আসে কানে কানে আজানের সুর।।