ফুলে ফুলে দুলে দুলে রোদ হেসেছে,
বুকে বুকে বুক মেলাতে ঈদ এসেছে।
ঈদ এসেছে।


পুণ্য জমা হলো কত রোজার শেষে
আল্লাহ দিবেন তার বিনিময় নিজেই এসে।
কুল মাখলুক আনন্দেতে তাইতো ভেসেছে।
বুকে বুকে বুক মেলাতে ঈদ এসেছে।
ঈদ এসেছে।


রাতের কালো নির্জলা হয় ফুটফুটে চাঁদে
নেক রোজাদার দু'হাত তুলে তখন কাঁদে।


ফেতরা-যাকাত দাও তুলে ওই গরীব যারা
যাও পাশে যাও যখন যে জন স্বজন হারা।
ওই দেখো ওই ধনী গরীব কাঁধে ঘেষেছে।
বুকে বুকে বুক মেলাতে ঈদ এসেছে।
ঈদ এসেছে।