স্মৃতিগুলো কী মধুময়
দিন দিন যায় যে বেড়ে,
একদিন যেতেই হবে
মায়াময় ধরা ছেড়ে।


একদিন তো সাদা কাফনে
যাবো ওই দূর অজানায়,
কাঁদবে সেদিন বন্ধু-স্বজন
একা একা নিরালায়।
ভুল হলে করোগো ক্ষমা
তোমাদের মনটা ঝেঁড়ে।।
একদিন যেতেই হবে
মায়াময় ধরা ছেড়ে।।


চলেছি জীবনটা ভরে
নবীজীর দেখানো পথ,
পালনে সদা থেকেছি
যা ছিলো তাঁরই ছুন্নত।।


দুদিনের এই দুনিয়াতে
ছিলাম ছোট মেহমান,
অকারণ মায়া বাড়িয়ে
কেনো হলো এতো টান।।
যাবো চলে তবু যে মন
কেনো এই পিছু ফেরে।।
একদিন যেতেই হবে
মায়াময় ধরা ছেড়ে।