রমযান এলে মুমিন সাজি
ইফতারে যাই রোজ,
এর আগে আর পরে কেহ
পায়না আমার খোঁজ।


বিড়ির টানে হাসি গানে
কাটাই কত রাত,
চুরি করি পরের মালে
দেই যে আবার হাত।
সুদ ও ঘুষের টাকায় আমি
করি ভুরিভোজ।


সারাবছর পল্টিবাজি
করে কাটাই দিন,
কত ওয়াক্ত নামায আমার
হয়ে আছে ঋণ।


পরের ফাঁকি দিচ্ছি এমন
ভর্তি মুখে দম,
নিচ্ছি বেশী দিচ্ছি আবার
ওজনে ঠিক কম।
সাওম এলে শুধরে নেবো
পাপে মোড়া ডোজ।