পাপের আকাশ আধার হয়ে
যখন ডুবেছে
মাফের তরে খোদার দুয়ার
বন্ধ হয়েছে।
তখন-
ক্বদর এসেছে ধরায় ক্বদর এসেছে।
নিগূঢ় কালো পৃথিবীকে ভালোবেসেছে
যেন ভালোবেসেছে।


হানাহানি খুনের লালে
ভাইটা রেঙেছে
প্রিয়জনের মনটা প্রিয়
বন্ধু ভেঙেছে।
খাদ্যে ভেজাল ব্যবসা যখন
ঘরে ঢুকেছে।


সম্প্রীতি আর ভালোবাসা
কোথায় গিয়েছে
খোদার আরশ পাপে তাপে
পূর্ণ হয়েছে।
মিথ্যাবাদীর জয়ের পাল্লা
ভারী হয়েছে।