পাশ কাটিয়ে যাচ্ছে বয়ে
চরম গরম ভাঁপ,
দগ্ধ বাতাস চৈতী রোদে
আগুন সম তাপ।


তেজ যেনরে দামাল ঘোড়া
হাজার মাইল টান,
দুপুর হতেই যাচ্ছে চলে
বুকটা ফুঁড়ে জান।


দখিন বাতাস কোথায় খুঁজি
মন করে আনচান,
যাচ্ছে ভুলে সুরের পাখি
চৈতী রোদে গান।


দোয়েল-কোয়েল ঠোঁট লুকিয়ে
হারিয়ে ফেলে শিষ,
এই গরমে বাতাসখানা
দেয় মিশিয়ে বিষ।