গোয়াল ভরা গরু সকল জাবর কাটে রাতে
গল্প করে মাস্তি করে সবাই সবার সাথে...


এক গরু তার বাঁকা শিঙে কুস্তি করে ভালো
তার সাথে যে দম্ফ দিবে সেই গরুটা পালো।
এক গরু তার লেজের ডগায় চুলের বড় ঝুটি
বছর শেষে দাঁত গরুটার গজিয়ে গেলো দুটি।
এক গরু তার মুটকো দেহে পড়েই থাকে ঘরে
খাদ্য বিনে একটা বেলা কেঁদে কেঁদেই মরে।
এক গরু তার বাছুর নিয়ে দাঁড়িয়ে থাকে ধারে
চাষীর লাঙল টানতে তাকে আর হবে না ঘাড়ে।
এক গরু তার শুটকো দেহে উঁকুন নিয়ে কাঁদে
বোঝেনা সে ঘাস ও কুটো কোনটা কেমন স্বাদে।
এক গরু তার দুঃখ অনেক থাকেনা কেউ পাশে
লম্বা বেঢপ শরীর দেখে সবাই শুধু হাসে।
একটা গরু ঈদের আগে খোশমেজাজে থাকে
ঈদ এলে সে দেয় বিলিয়ে নিজের জীবনটাকে।
এক গরু তার রাশভারি আর সামান্যতে চটে
তার কারণে এই সমাজে দুর্ঘটনা ঘটে।


একটা গরু ডাকলে আসে সব গরুরা দলে
গরুর মিটিং গভীর রাতে প্রতিদিনই চলে।
গোয়াল ভরা গরু তারা থাকে মিলেমিশে
এমন করে থাকলে- দিনে, ভয়টা তবে কিসে?