গরু সামনে এগিয়ে এসে বলল- ওরে ছাগল!
কাঁচি-বটি-খুন্তি-চামচ নাকি বেশী দা গোল?
দুর্বা-কলমি-ধানের পালিশ কোনটা খেতে মজা,
কোন ঘাসেতে ফড়িং  বানায় রসমালাই গজা?


কোন বিলেতে পদ্ম ফুল আর শাপলাগুলো ভাসে?
কোন সবুজে আকাশখানি উপুড় হয়ে হাসে!
গাছের পাতা সবুজ নাকি পানির কালার লাল,
কোন গাছেতে আঁকড়ে থেকে বাদুড় হাতায় ডাল!


বলতে পারিস কানে খাটো পাজি ওরে ছাগল,
লেজ খাটো তোর, আমার লম্বা কিন্তু কেনো পা গোল?
নেই কেনো ঘর তোর আর আমার নিজের কোনো বাড়ি,
গরুর কথায় জাবর কেটে ছাগল নাড়ায় দাড়ি।


আর না-জানা ভঙ্গি করে ছাগল মাথা নাড়ায়,
তাইতো গরু রেগে গিয়ে ছাগলটারে তাড়ায়!