গভীর রাতে কুকুরগুলো
বেসুরো তাল তোলে,
ঘুমটা চোখে বুক ধুকধুক
পেটখানা ঠিক ফোলে।


একটা তো নয় দশ বারোটার
বাজার যেন বসে,
সারাদিনের হিসাবখানা
জটলা করে কষে।


ঘরের পাশে-পিছন-বাঁয়ে
স্বাধীনভাবে ডাকে,
ভাবে-এমন শান্ত রাজ্য
ডর আমাদের কাকে!