একটি হাঁসের পিছে ছোটে
পাঁচটি হাসের দল,
পেছন ছোটা হাঁসগুলো কয়-
মুখে কি তোর বল!


পেছন কারা দ্যাখ,
এই খাবারের জন্য সবাই
করতেছে প্যাঁকপ্যাঁক!


মুখে আছে লম্বা কি সে
গিলছে থেমে গলায় পিষে
সুতোর মতো ঠিক,
ভাগ বসাতে পাঁচটি হাঁসে
ছুটছে চতুর্দিক।


যেই থেমেছে দৌঁড়ানো হাঁস  
একটু নিতে হাই,
দেখলো সবাই পড়িমড়ি
খাবার না সে, লম্বা দড়ি-
পড়লো বেঁধে পা'য়!