এদেশ আমার প্রিয়ভূমি
জন্ম নিয়ে ধন্য,
এইদেশেতে সোনার ধানে
ক্ষুধা মেটায় অন্ন।


বিজয় নিয়ে বিজয় হাসি
কান্না সুখে-দুখে,
রক্ত ঝরে এলো বিজয়
বুলেট বাঁধা বুকে।


চাষী-শ্রমিক মেলায় হাত,
দূর হলোযে গহীন রাত।


এইতো স্বাধীন চলি তা-ধীন
মুক্ত মনে পথ,
কিষাণ বধু দাওয়ায় নাচায়
নাক-নোলকে নথ।


শ্বাপদসংকুল কাটাভরা
জীর্ণ যখন দশা,
বীর ছেলেরা রুখেছিলো
তাঁরা প্রথিতযশা।


তাইতো এলো রঙিন ভোর,
হাসছে ঊষায় করিডোর।