সোনার মতো ঝুলছে গাছে
সারিসারি ঢোল
বাতাসগুলো সোনার গায়ে
দোল দিয়ে যায় দোল।


বাতাস দুলে ঝুলেঝুলে
চক চকানো ধান,
চাষী হাসে কাটতে ফসল
ঠোঁটের কোণে গান।


কার্তিকে ওই আকাশ যখন
জমাট গাঢ় নীল
ঘাসের শিশির সোনার ধানে
করছে সে ঝিলমিল।


অগ্রহায়ণ আস্তে করে
যখন হলো শেষ
গাছের ডগা কাঁপন দিয়ে
হলুদ হলো কেশ!