সোনা সোনা চাররিদিক
চাষী কাজে ছোটে,
অবারিত সোনা ফলে
বিল হেসে ওঠে।


পাঁড়া গাঁয় শোনা যায়
শুধু হইচই,
পিঠা-পুলি উৎসবে
ঝুড়ি ভরা খই।


সুবাসিত বায়ু আনে
মনে খুশি গান,
ভীনদেশী পাখি আসে
খেতে পাঁকা ধান।


আসরের মজা জমে
চাঁদ ভরা রাতে,
প্রতিবেশী সমাগম
তার সাথে সাথে।


মায়াময় স্মৃতি রয়
নিভু নিভু কাশে,
ফিরফির সমীরণে
প্রজাপতি ভাসে।


পুলকিত মন দোলে
ফল ফুল দেখে,
শিহরণ খেলে যায়
মিঠা ফল চেখে।


ধান ফল মান রাখে
সব উৎসবে,
এই ঋতু সুখ স্মৃতি
চিরদিন রবে!