বাগান জুড়ে গাছের ভীড়ে
কিসের এমন চল,
হালকা শিশির পাতার বোঁটায়-
ফোটায় ফোটায় জল।


ধানের বনে মিতালি বেশ
পরপর ছুঁইছুঁই,
সোনার রঙে রূপ ঝলমল
চমকে তোলে ভুঁই!


গন্ধ ছড়ায় চতুর্দিকে
চকচকে সব ধান,
নতুন ধানের পিঠা খেতে
আসে মেহমান।


ফিরফিরে বয় কোমল বাতাস
শক্ত করা ভীত,
হেমন্তের এই দোলনা চড়ে
নেমেই আসে শীত।