হেমন্তকাল এলে
যায় হারিয়ে আনমনা এক মেঠো গাঁয়ের ছেলে।
গাড়ির টায়ার হাত ঘুরিয়ে ওড়ায় পথের ধুলো
হাসতে থাকে দু'পাশ থাকা মটরশুঁটিগুলো।
হলদে আভায় মুখ রেঙেছে সবুজ সবুজ ধানের
কাটতে কৃষক হচ্ছে উদয় মনের ভেতর গানের।


হেমন্তকাল এলে
কুটুম হয়ে মন যেতে চায় কাজ কারবার ফেলে।
হালকা শীতের আদ্র ছোঁয়ায় বাইরে যখন আসি
দেখি আহা! রূপ ঝলমল ফুল ফসলের হাসি!
দেখতে আবার মন চলে যায় রঙবেরঙের ফুলে,
শিশির মাখা ঘাসের ডগা নাচতে থাকে দুলে!


হেমন্তকাল এলে
মহান প্রভু যেনো হাতে সবকিছু দেন ঢেলে।