পথ দু'দিকে যেদিক গেছে দুলছে দোদুল ধান
গলার সোনা ঝুলছে হয়ে হারের উপাদান।
হলদে হলো সবুজ পাতা
টোপর পরা চাষীর মাথা
কণ্ঠে নামে গান
ইথারে যায় সে সুর ভেসে নেচে ওঠে প্রাণ।


হেমন্তে মন শিশির মাখে ফুলের নিচে ঘাস
পাখির মতো মুক্তো আমার স্বপ্ন করি চাষ
ওই আসে ওই কুটুম-বাড়ি
ব্যস্ত লোকাল নর ও নারী
ঘরেই যাদের বাস
আজ আমাকে হেমন্ত দেয় মধুর দুটো মাস।


ঘরের ভেতর খুশিগুলো সৌরভে হয় ফুল
সুগন্ধে সব নতুন ধানের আনন্দে মশগুল
নানানরকম পিঠাপুলি
ছোট্ট সোনার গ্রাম এগুলি
ধানে দোলে দুল
হেমন্ত এই মনটা আমার সব আনন্দের মূল।