মাটির হাড়ি কলস দুটো
দেয়াল গেঁথে আছে,
ওই যে দূরে একটি ইদুর
ঠ্যাং তুলে যে নাচে।


তার ওপাশে তেলাপোকার
সারি সারি বাসা,
এই সুবাদে ইদুর ছানার
এইখানেতে আসা।


একটি ইদুর বন্ধু হলো
তেলাপোকার সাথে,
অন্ধকারে তাদের চলা
খুব গোপনে রাতে।


দিন চলেরে কষ্টে তাদের
গর্ত করা ফাঁকে,
কেমনে জোগাড় করবে খাবার
সেই ছবিটা আঁকে।


জীবনটা আর ভাল্লাগেনা
শুধুই লুকোচুরি,
চাইলে কি আর হয় কি বলো
স্বাধীন ঘোরাঘুরি।