গাছের মাথার হিমবুড়িটা
লেপের ভেতর এসে,
হাড় কাঁপিয়ে যাচ্ছে উড়ে
আকাশপথে ভেসে।


হিমবুড়িটা বেজায় পাজি
তার কথাতে বরফরাজি-
ঝনাৎ ঝনাৎ গলে,
হিমসাগরের হিমগিরিরা
তার কথাতে চলে।


হিমবুড়িটার মেজাজ গরম
বরফকুচি ঠাণ্ডা চরম
নিয়ে আসে সাথে,
বুড়ো-শিশু দেখলে, বুড়ি-
আয়েশ করে মাতে।


হিমবুড়ি তুই কেমন করে
আকাশজুড়ে ভাসিস?
গরম কাপড় কিনলে পরে
দাওয়াত দিলাম আসিস!