যখন আমার আকাশখানা
বিষণ্ণ লিকলিক,
মন করেছে হিমেল হাওয়া
অনেকখানি ঠিক।


মেঘের বাড়ি জমাট কালো
ছায়া সবুজ ঘাসে,
টুকরো করা হিম বাতাসে
জীবনখানা হাসে।


মুখ লুকিয়ে দূর্বা,গোলাপ
যখন থাকে পড়ে,
বুক কাঁপিয়ে দখিন বায়ু
তখন ওঠে নড়ে।


হিম বাতাসে ফুলকলিরা
পাপড়ি মেলে ফোঁটে,
পাখির ডাকে জুঁই-চামেলি
তখন হেসে ওঠে।