মনটা ভীষণ খারাপ আমার মন
হতাশা আর দুঃখ সারাখন।
মাথা আমার পাচ্ছেনা ঠিক তাল,
যে ডালে যাই ভাঙেরে সে ডাল।


সুখ আমারে দেয়নি মোটে সুখ,
নীল নীলিমায় গুমোট থাকে মুখ।
তার ভীতরে খোলা দুটো ঠোঁট,
অভিনয়ের হাসি মেলায় মোট।


যা পেয়েছি তাতেই বা কি কম!
দিনে রাতে করে পরিশ্রম।
কষ্টসাথী জীবন আমরণ,
দাও প্রভু হে ধৈর্য্য আমার মন।