থমথমে বিকেল-
পোড়া রোদের গল্প শোনায়
চতুর মেঘ বাতাসের পাল্কি চড়ে যায় বহুদূর
ধূসর মরুভূমির বুক চিরে জেগে ওঠে ইহুদির স্বর, ভেসে আসে দূর থেকে শুকনো বালুকনার তীর
মাথা তুলে দাঁড়াতে চায় ধুলোময় যুবতী গাছ, পাতা, ফুল, ফল-
আকাশের নীল ঠোঁটে জাগে তীব্র অভিমানের
লাল রক্তাক্ত রেখা!
কাদাখোঁচা পাখি
সততার মুখে ঢালে বাদুড়ের মল!
আমরা উন্মুখ অশুভ ছায়ার পিছে
ভূতের মেসে ডাল-আলুভর্তা খায়
ফেরাউনের লাশ !
আজ নীরব শক্তিমান অসুরের বাহু,
ক্রমে ক্রমে ইবলিসের দল ভারী হয়,
দুনিয়ায় নেমে এলো এ কি ঘোর অন্ধকার!