ইচ্ছে বাবু ধরবে বোয়াল
পিঠ বাঁকানো ছিপে,
মন্ত্রে বাবু সব হতে চায়
যন্ত্র দিয়ে টিপে।


এই পৃথিবীর স্বপ্নগুলো
ইচ্ছে বাবুর হাতে
দু'হাত খুলে জড়িয়ে রাখে
লুট হবেনা যাতে।


এই যে দেখো-নীল উড়ে যায়
ইচ্ছে বাবুর চেনা,
ইচ্ছে বাবুর কিচ্ছেগুলো
মন্ত্র দিয়ে কেনা।


ইচ্ছেগুলো বেঁচবে না সে
এত টাকা কমে,
মন্ত্র জপে সব করে দেয়
ইচ্ছে বাবুর দমে।


ইচ্ছে বাবু সব হতে চায়
যায়না সেটা গোণা,
ইচ্ছে বাবুর কিচ্ছেগুলো
পাতায় পাতায় বোনা।