নদীর কূলে ঢেউ দেখে বেশ
মন করে ছটফট,
যাই না হয়ে- এমন নদীর
উছলে পড়া তট।


যাই না হয়ে না'য়ের মাঝি
ঢেউ দোলানো পাল,
দেই পাড়ি ওই নদীর শাখায়
ছোট্ট-বড় খাল।


আলতো ছোয়ায় দেই ছুয়ে ওই
আকাশ মেঘের নীল,
পাখায় উড়ে আকাশ ধরি
যাই না হয়ে চিল।