ওই ওদিকে যাসনে বাছা অন্ধকার,
গরুর পালে চটির আওয়াজ ছন্দতার।
যায় ছুটে যে গরুগুলো তাড়িয়ে আন,
দিক না পেয়ে রাখাল কাঁদে হারিয়ে গান।


তাইতো বলি- যাসনে বাছা বাইরে মেঘ,
উত্তরে বয় হিম বাতাস ওই- তাই রে বেগ!
জল ফুটনী ঝরছে হঠাৎ টিনের চাল,
বৃষ্টি এলো গুড়িয়ে গেলো দিনের হাল।


গাছ-পালাতেই সতেজ হলো রুগ্ন মন,
সবকিছুতেই রস টলমল শুকনো ক্ষণ।
চুপ হলোরে চুপটি মারা পাখির গান,
আপন নীড়ে ফিরছে সবাই আখির টান।