সুপারিরা কেঁদে বলে নিষ্ঠুর জাতি রে,
তোর সাথে লাভ কী রে এত বেশী খাতিরে!
তোর থেকে পাই না তো কোনো কাজে হাসিতে
তিনবেলা কচকচ কেটে দিস ফাঁসিতে।


জাতি বলে- আমি গড়া নির্জীব লোহাতে
কেউ যদি চাপ দেয় তার কাজ পোহাতে-
আমি যাই  পালকের আদেশটা পালনে
তাই বলে জেনেশুনে সুঁই দিবা চালনে!
যে চালায় আমাকে তো তার কিছু বলোনা
মনিবের কথা শুনি, তুমি তা তো চলোনা!


জাতি বলে, থাক ভাই এই ছিলো জীবনে
এই নিয়ে সুখে রই, সুখ থাকে কী বনে!