ঝিঁঝি তুমি ঝিঁঝি-
রাতের বেলা ডাকার কাজে এত্ত থাকো বিজি!


গলায় তোমার ঝাল পরানো
যায়না তোমার চুপ করানো
ঝাঝে ঝাঝে রাতের আকাশ
ফাটাও আমার কানে
ঝিঁঝি তোমার ঝাঁঝালো সুর আমার যেন টানে।


বন্ধু হবে ঝিঁঝি আমার?
রাখবো তোমায় নতুন জামার
নতুন ভাঁজে থাকবে ঝিঁঝি
পড়ার সময় পাশে
ঝন্টু বড় দুষ্টু ছেলে
ভয় দেখাবো শব্দ দিয়ে সে যেন না আসে।


শব্দে কতো তেজ তোমারও
বলতে পারো আমার
ঝিঁঝি তোমার শক্ত গলা
লোহা নাকি তামার?